স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতাদি চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর (-২০২১) মাসের
বেতন-ভাতার চেক ছাড় দেয়া হয়েছে।
আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানানো হয়েছে।
মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। এসব চেক অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থায়ী কার্যালযে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৭ অক্টোবর (২০২১ ) নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
স্মারক-
মন্তব্য করুন