এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও চেক ছাড়।
নিজস্ব প্রতিবেদক-অর্জুন কুমার রায়
বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০২১) মাসের সরকারি অংশের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে। অনুদান বন্টনকারী চারটি ব্যাংকের কাছে এই চেক হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (২৯ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. শামসুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নভেম্বর মাসের এমপিওর চেক অগ্রণী ব্যাংক, রুপালী ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতনের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তাদের বেতন ভাতাদি ইএফটির মাধ্যমে প্রদান না করায় ।আজ সকল এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা তারা হতাশ।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তারা মনে করেন যে তাদের কোনো দাবি দাবার কোন বিষয় শিক্ষা মন্ত্রণালয়ে কোনো তৎপরতা নেই মুখে মুখেই শুধু শিক্ষকদের সোনার বলি কথা শুনাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়।
মন্তব্য করুন