শতভাগ উৎসব ভাতার দাবিতে রাজপথে নামছে বিটিএ
নিজস্ব প্রতিবেদক-
ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ে রাজপথে নামছেন শিক্ষকরা। শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসাভাতা দেয়াসহ শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। চলতি মাসেই ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশের জেলা ও উপজেলা সদরে এসব দাবিসহ মোট ১১ দফা দাবিতে মানবন্ধন কর্মসূচির আয়োজন করছে শিক্ষক সংগঠনটি। আগামী ২৩ মার্চ রাজধানীসহ সারাদেশে এসব কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
আগামীকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করতে বিটিএর কেন্দ্রীয় নেতারা। একইসঙ্গে ১১ দফা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। সোমবার বিকেলে সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণ এবং মাধ্যমিক শিক্ষা সরকারিকরণসহ ১১ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শতভাগ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসাভাতা দেয়াসহ শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে। আমরা ঈদের আগেই শিক্ষকদের উৎসব ভাতা দেয়া, সরকারিকরণসহ ১১ দফা দাবিতে রাজপথে নামছি। এসব দাবি আদায়ে রাজধানী ঢাকাসহ সব জেলা ও উপজেলা সদরে মানববন্ধন ও ডিসি ইউএনওদের মাধ্যমে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২৩ মার্চ রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সব জেলা ও উপজেলায় এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
মন্তব্য করুন