স্কুল-কলেজ শিক্ষক-ক্কর্মচারীদের মার্চের এমপিওর চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২২) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষক-কর্মচারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২০৮০/৪, তারিখ: ০৭/০৪/২০২২
জানা গেছে, ইতোমধ্যে মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর চেক ছাড় হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও উৎসব ভাতার এখনো কোনো খবর হয়নি। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা কর্মকর্তাদের গাফিলতির কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও উৎসব ভাতার পেতে অনেক দেরি করতে হয়।
মন্তব্য করুন