এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক –
বৈশাখী ভাতার চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজ বুধবার সকালে চেক ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে। ১৮ এপ্রিল টাকা তুলতে পারবেন। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান।
২০১৯ খ্রিষ্টাব্দ বা ১৪২৬ বঙ্গাব্দ থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তার আগের বছর ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী এবারও এমপিওভুক্ত সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন।
সাধারণ শিক্ষকরা বলছেন, সাধারণত আদেশ না আসার অযুহাত দেখিয়ে ব্যাংক কর্মকর্তারা এমনিতেই চেক ছাড়ের দিন বেতন ভাতা দেন না। যেদিন শেষ তারিখ নির্ধারণ করা থাকে, সেদিন বা পরের দিন দেয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখে ব্যাংক বন্ধ থাকবে। পরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই আজ বুধবার চেক ছাড় হলেও আগামী সপ্তাহের আগে টাকা পাওয়া সম্ভব হবে না।
মন্তব্য করুন