স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ভাতাদীর চেক ছাড়!
নিজস্ব প্রতিবেদক – অর্জুন কুমার রায়
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২২) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আজ মঙ্গলবার (৩০আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন ভাতাদির চেক উত্তোলনের শেষ তারিখআগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
এমপিওর স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৬৯৫০/৪
তারিখ : ৩০-০৮-২০২২
মন্তব্য করুন