এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের পেশন সুবিধা চালু।
প্রতিবেদক-শাহজাহান খান
এমপিওভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক-কর্মচারী পেনশন সুবিধা পেতে ঐতিহাসিক দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড।
আজ বেসরকারি এমবিও ভক্ত শিক্ষক কর্মচারীদের দুঃখ ও হয়রানি বোনদের বন্ধ করার চেষ্টা তারই ধারাবাহিকতায় আজশিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের প্রথম সভা আজ ব্যানবেইস সম্মেলন কক্ষে, ব্যানবেইস ভবনে অনুষ্ঠিত হয়।
এইসভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু বকর ছিদ্দীক,মাননীয় শিক্ষা সচিব ও সম্মানিত চেয়ারম্যান, শিক্ষক কর্মচারি অবসর সুবিধা বোর্ড ।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক নেহাল আহমেদ, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সভা পরিচালনা করেন অধ্যক্ষ শরীফ আহমদ সাদী,সদস্য সচিব শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড।উপস্থিত ছিল শিক্ষক কর্মচারি অবসর সুবিধা বোর্ডের সকল সদস্যবৃন্দ।মাননীয় শিক্ষা সচিব মহোদয়কে ফুল শুভেচ্ছা জানান শিক্ষক কর্মচারি অবসর সুবিধা বোর্ড এর সকল সদস্যবৃন্দ।
১/. এখন থেকে কোনো শিক্ষকের চাকুরীকাল ২৫ বছর কমপ্লিট হওয়ার আগে শারীরিক যদি কোন শিক্ষক কর্মচারীগণ শারীরিক ভাবে কোন অসুস্থতায় চাকুরী করতে অক্ষম হয় বা পদত্যাগ করবেন, তাহলে সেই সকল শিক্ষক কর্মচারীগণ অবসর সুবিধা পাবেন।
এই সিদ্ধান্তে হাজার হাজার শিক্ষক কর্মচারীদের যারা প্যারালাইজড,পঙ্গু কিংবা নিজের নিয়ন্ত্রণ বহির্ভূত কারনে চাকুরী করতে না পাড়া অবস্থা অব্যাহতি বা পদত্যাগ করতে বাধ্য হতেন তারা যত বছর (১০ বছরের বেশি) চাকরি করেছেন। সেই সেই সকল অসুস্থ শিক্ষক কর্মচারীগণ এমপিও থেকে বছরের হিসাব করে এককালীন অবসর ভাতা প্রাপ্য হবেন। ফলশ্রুতিতে হাজার হাজার শিক্ষক কর্মচারীরা এখন তাদের ভাতা পাবেন।
২. অন্যথায় যে সকল শিক্ষকগণ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা শিক্ষক কর্মচারী এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যাওয়ার পর মধ্যখানে এমপিও বিরতি ৬ মাসের বেশি থাকলে তাদের পূর্ববর্তী চাকরিকাল ডিসকার্ড(বাদ) করা হতো। দেখা গেছে এ রকম শিক্ষক হয়তো সর্বশেষ প্রতিষ্ঠানে ১০ বছরের কম চাকরি করেছেন, ফলে বিধান মোতাবেক অনুযায়ী কোনো অবসর ভাতাই পেতেন না।
সেই সকল শিক্ষক কর্মচারীগণ এখন থেকে আপনার এই উদ্যোগের ফলে শুধু মধ্যখানের বিরতিকাল বাদ দিয়ে সকল প্রতিষ্ঠানের চাকরিকাল যোগ করে যত বছর চাকরি করেছেন তা হিসাবে আনা হবে এবং তারা অবসর ভাতা সম্পূর্ণ পাবেন। এ সকল সুবিধার ফলে এখন থেকে অসংখ্য শিক্ষক কর্মচারী লাভবান হবেন।
মন্তব্য করুন