হরিপুরে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী বনাম হরিপুর ফুটবল একাদশ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার ঃরাবু সরকারঃ
ঠাকুরগাঁও হরিপুর উপজেলা এ আর ফাউন্ডেশন এর আয়োজনে অদ্য রোজ শনিবার ইং ১০-৯-২০২২ তারিখে ঐতিহাসিক কারবোলা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি পুত্র
অধ্যাক্ষ জনাব মোঃ মাজরুহারুল ইসলাম সুজন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল , হরিপুরথানা অফিসার ইনচার্জ এম তাজুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এস, এম,আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন,এ ধরনের সুস্থ বিনোদন চর্চা ও সম্প্রীতি গঠনে ক্রীড়াঙ্গনকেই মূখ্য ভূমিকা রাখতে হবে। আয়োজক কমিটির ও এ আর ফাউন্ডেশন এর পরিচালক মোঃ রানা ও ব্যারিষ্টার সুমন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ফুটবল খেলাটি রেফারী হিসাবে পরিচালনা করেন মোঃ আনোয়ার হোসেন। ফুটবল মাঠে দর্শক উপস্থিতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে, প্রত্যক্ষদর্শী লোকজন মন্তব্য করেন। ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী ৪-০ গোলে জয়লাভ করে।
আরও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন