পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, অর্জুন কুমার রায়।
সামাজিক সম্প্রীতি সুসংহত করণ এবং অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা মোঃ ইকরামুল হক, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, উপজেলা পরিষদ মসজিদের ইমাম নূর আব্দুল্লাহ্ প্রমুখ।
এ সময় এএসপি সার্কেল আহসান হাবীব, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় (নিমাই) সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
মন্তব্য করুন