নবম পে-স্কেল বাস্তবায়ন সহ ৭ দাবি সরকারি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক
নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৫০ শতাংশ মহার্ঘভাতাসহ সাত দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা।
এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন শেষে দাবিগুলোর পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
নবম পে-স্কেল বাস্তবায়ন সহ ৭ দাবি সরকারি কর্মচারীদের
ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী বলেন, স্বাধীনতার ৫১ বছর পার হলেও ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা স্বাধীনতার সুফল না পেয়ে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ১১-২০ গ্রেডের সব সরকারি চাকুরিজীবীর প্রাপ্ত বেতনের টাকা দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। সামান্য বেতনে আমাদের জীবন চলে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একেক জন মানবেতর জীবনযাপন করছেন।
তিনি বলেন, দীর্ঘ চার বছর ধরে আমরা বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছি। এখন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতিসহ প্রায় ১২০ জনের বেশি সংসদ সদস্যকে এ সংক্রান্ত স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে সাত দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার পরে যদি কোনো পদক্ষেপ নেওয়া না করা হয় তাহলে কঠোর কর্মসূচি দেবো।
সরকারি কর্মচারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- স্থায়ী পে-কমিশন গঠনের মাধ্যমে বৈষম্যহীন নবম পে-স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মহার্ঘভাতা প্রদান, মন্ত্রণালয়ের ন্যায় এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে মিল রেখে সব ভাতাদি পুনর্নির্ধারণ করা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমাজের সভাপতি ও সমন্বয়ক মো. আনিছুর রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মো. লুৎফর রহমান, আনোয়ারুল ইসলাম তোতা, মো. ইব্রাহিম খলিল, নিজামুল ইসলাম ভূঞা মিলন, মো. সাইফুল ইসলাম, শাহ মামুন, আসমা খানমসহ বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আসা নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতারা।
মন্তব্য করুন