চাকুরী স্থায়ীকরণের বিষয়ে নতুন অফিস আদেশ
নিজস্ব প্রতিবেদক -রাবু সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন কর্মকর্তা/কর্মচারী (১০-২০ গ্রেড পর্যন্ত) গণের চাকুরী স্থায়ীকরণের বিষয়ে নতুন আদেশ জারি করেছে অধিদপ্তর।
গত ২৪ অক্টোবর এ জেড এম নূরুল হক, পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত অফিস আদেশ থেকে জানা গেছে,প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং সেবার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিটিজেন চার্টারভুক্ত কার্যক্রমগুলো সহজীকরণের উদ্যোগ গ্রহণ করেছে।
সে প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন কর্মকর্তা/কর্মচারী (১০-২০ গ্রেড পর্যন্ত) গণের চাকুরী স্থায়ীকরণ” সেবাকে সহজিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্নরূপ আদেশ জারি করা হয়েছে।
(ক) মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী (১০-২০ গ্রেড পর্যন্ত) গণ নিজ নিজ সত্তরের দপ্তর প্রধানগণের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যসহ চাকুরী স্থায়ীকরণের জন্য আবেদন করবেন (চাকুরি স্থায়ীকরণের জন্য প্রয়োজনীয় তথ্য সিটিজেন চার্টার এ উল্লেখ রয়েছে যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে)।
(খ)অফিস প্রধানগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদি যাচাই করে তথ্যাদিসহ আবেদনসমূহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অগ্রায়ন করবেন
গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যথাযথ পদক্ষেপ গ্রহণপূর্বক বিদ্যমান পদ্ধতি অনুসরণ করে ১১-২০ তম গ্রেড এর কর্মচারীগণের জন্য অফিস আদেশ জারী করবে।
ঘ) ১০ম গ্রেড এর কর্মকর্তাদের চাকুরী স্থায়ীকরণের এখতিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধায় ১০ম গ্রেড এর কর্মকর্তাদের আবেদনসমূহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাচাই-বাছাই সমাপনান্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন