“২৭ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হল বগুড়ার শিবগঞ্জে। ”
মোঃ তাজুল ইসলাম উপজেলা প্রতিনিধি শিবগঞ্জ বগুড়া।
শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু। এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের সকল শ্রেণীর শিক্ষকরা পালিত করলেন বিশ্ব শিক্ষক দিবস ২০২২।শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষায় যে জাতি যত উন্নত সে দেশ, সে জাতি পৃথিবীতে আজ তত উন্নত। তাই বহির্বিশ্বের শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা রূপায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলাম রূপরেখা ২০২১ বাস্তবায়নের উদ্দেশ্যে এবার ভিন্ন মাত্রায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫/৭ জন করে শিক্ষক উপজেলা চত্বরে সমাবেশ হয় এরপর এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক , উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম আব্দুল হামিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকদের নিয়ে উপজেলার প্রধান সড়কগুলোতে রেলি করেন। এরপর উপজেলা অডিটরিয়াম হলে শিক্ষা কর্মকর্তা, আওয়ামী নেতৃবৃন্দ, শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা ব্যক্ত করেন। তারপর শিক্ষকরা তাদের দাবি দাওয়ার কথা উল্লেখ করেন এবং সর্বোপরি জাতীয়করণের দাবি জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরিশেষে উক্ত আলোচনা সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা তার বক্তব্য শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন