রবিবার (৩০ অক্টোবর) বসছে চলমান জাতীয় সংসদের ২০ তম অধিবেশন।
অনলাইন ডেস্ক নিউজ।
প্রকাশঃ ২৯ অক্টোবর ২০২২.
চলতি বছরের ৫ম এ অধিবেশন রবিবার বিকাল ৪ টায় শুরু হবে। এর আগে বিকাল তিন টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ঐ বৈঠকে সিদ্ধান্ত হবে অধিবেশন কতদিন চলবে। উক্ত অধিবেশনে মরহুম সংসদ সদস্য, সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু জন্য এক মিনিট নিরবতা ও তার আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং তিনি মারা যাওয়ায় তার জীবনী নিয়ে সংসদে আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হবে।
এ অধিবেশনে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২, ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হতে পারে।
এর মধ্যে রয়েছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস্ বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল-২০২২, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল-২০২২, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ( সংশোধন) বিল-২০২২, বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারক ( ছুটি ও পেনশন বিশেষাধিকার) বিল-২০২২, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২, সরকারি চাকরি( সংশোধন) বিল-২০২২, সর্বজনীন পেনশন ব্যবস্হাপনা বিল-২০২২, এভিডেন্স সংশোধন বিল-২০২২, যাকাত তহবিল ব্যবস্হাপনা বিল-২০২২, চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল-২০২২, সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণট্রাস্ট বিল-২০২২, উন্নয়ন বোর্ড আইন ( রহিতকরণ) বিল-২০২২, বাংলাদেশ শিল্প নকশা বিল-২০২২, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল-২০২২। এ অধিবেশনে মোট ১৭ টি বিল রয়েছে। এসবের বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮ টি, পাসের আপেক্ষায় ২ টি, উত্থাপনের অপেক্ষায় ৭ টি বিল রয়েছে।
উল্লেখ্য যে, সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহবানের বাধ্যবাধকতা রয়েছে।
গত ০১ সেপ্টেম্বর -২০২২ সংসদের ১৯ তম অধিবেশন শেষ হয়। ২৮ আগস্ট থেকে শুরু হয়ে এই অধিবেশন চলে ৫ দিন, শুরুর দিনই নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যগণ।
মন্তব্য করুন