আবারো জাতীয় সংসদ অধিবেশনে জাতীয়করণ দাবি উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন এমপি-মুস্তফা লুৎল্লাহ
সাতক্ষীরা প্রতিনিধি
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি ফিরিয়ে আনার জন্য ও বর্তমান সময়ে এমপিওভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বা তাদের বড় বৈষম্য ব্যবধান নিয়ে।
জাতীয় সংসদের অধিবেশনেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবি উত্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। তিনি বলেছেন, শিক্ষকদের দাবি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা দূর করে শিক্ষা সরকারিকরণের। চলতি অধিবেশনেই শিক্ষকদের এ দাবি মহান সংসদে উত্থাপন করবো।
গতকাল শনিবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার নবম ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাতক্ষীরা লেকভিউ রিসোর্টে এ সমাবেশের আয়োজন করা হয়।
এমপি মুস্তফা লুৎফুল্লাহ আরও বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে চারতলা ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছেন। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছেন। এছাড়া শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্প বাস্তবায়নের ফলে স্মার্ট স্কুল বিনির্মাণের কাজ এগিয়ে চলেছে। শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম বাস্তবায়ন হতে যাচ্ছে। শিক্ষকদের মর্যাদা ও সম্মান রক্ষায় সরকার বদ্ধপরিকর।
শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকারের সাফল্য বিশ্বনন্দিত উল্লেখ করে তিনি বলেন, করোনার সময় শিক্ষকদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। শিক্ষাক্ষেত্রে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়িত হলে আগমী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক ও মানবসম্পদে পরিণত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাকশিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আসাদুল হক।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাকশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন।
মন্তব্য করুন