৭ নভেম্বর বদলির দাবীতে প্রতীকী অনেশনের ডাক এনটিআরসিএ কর্তৃক ইনডেক্স ধারী শিক্ষকদের।
মোঃ সরোয়ার, জেলা প্রতিনিধি বরগুনা
এনটিআরসিএ কর্তৃক নিয়োগ প্রাপ্ত ইনডেক্স ধারী শিক্ষকদের বদলির দাবিতে ৭ তারিখে প্রতীকী অনশনের ডাক দিচ্ছেন, এ ডাক দিতে তারা বাধ্য হয়েছেন, কারন বার বার শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ বলেছেন কাজ চলমান ।এমন কি শিক্ষা মন্ত্রী ও বলছেন এটা শিক্ষকদের যুক্তিক দাবি কিন্তু তারা এখন ও কোনো আসার বাণী শুনতে পান নি, তারা চান চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির আগেই বাজেট বিহীন বদলি বিজ্ঞপ্তি, তারা আরো বলেন ৭ তারিখে প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন করবো এতে কাজ নাহ হলে পরবর্তীতে বদলির জন্য আমরণ অনশনের ডাক দিব। সেই আন্দোলনকে সফল করতে তারা জোরদার প্রস্তুতি ও জোড়ালো প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে । আগামী ৭ তারিখ তারা প্রেসক্লাব ও শিক্ষামন্ত্রণালয়ের সামনে অবস্থান গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি স্কুল-কলেজ- মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়ীত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান NTRCA তৃতীয় গণবিজ্ঞপ্তির পর বিগত প্রায় চার বছরের মধ্যে কোন পূর্ণাঙ্গ গণবিজ্ঞপ্তি দিতে পারেনি। মাঝে বিশেষ গনবিজ্ঞপ্তি দিলে ও তাতে মাত্র চার হাজারের মত শিক্ষককে প্রাথমিক নিয়োগ সুপরিশ করা হয়েছে,৷ NTRCA তাদের চুড়ান্ত নিয়োগ সুপারিশ এখনো করতে পারেনি ।
এদিকে সারাদেশে প্রায় ৭০ হাজার MPO ভুক্ত শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘ্য দিন গনবিজ্ঞপ্তি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষক সংকট চরম আকার ধারণ করছে । ব্যাহত হচ্ছে শিক্ষার মান। এপর্যন্ত ১৬ বার শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১-১৫ তম পর্যন্ত সবাই গণবিজ্ঞপ্তি পেলেও বারবার ইনডেক্স দারী শিক্ষক সুপারিশ পান,এতে শিক্ষা প্রতিষ্ঠান চরম ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর এর দায়ী শিক্ষা মন্ত্রণালয় কে দোষ আরোপ করছেন শিক্ষকরা কারণ এনটিআরসিএ বদলি চাইলেও শিক্ষা মন্ত্রণালয় চান না, তাড়া এটা নিয়ে গড়িমসি করে। এ দিকে ইনডেক্সধারী শিক্ষকরা বদলির জোর দাবি জানিয়েছেন।
তাই তারা দ্রুত বদলি বিজ্ঞপ্তি প্রকাশের দাবীতে ৭ তারিখ এই আন্দোলনের ডাক দিয়েছেন।
মন্তব্য করুন