অভয়নগরে জাটকা ইলিশ নিধন বিরোধী অভিযান
আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার
নওয়াপাড়া বাজার এলাকায় ৭ নভেম্বর সোমবার সকালে জাটকা নিধন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০৭ জন মাছ ব্যবসায়ীর নিকট হতে ১৮৯ পিস জাটকা ইলিশ মাছ জব্দ করা হয় এবং প্রত্যেক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা করে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) থান্দার কামরুজ্জামান।এসময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। পরে ইলিশ মাছ অভয়নগরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মেজবাহ উদ্দীন এর উপস্থিতিতে অভয়নগরের ০৭ টি এতিমখানায় শিশুদের জন্য দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, এতিমখানার দায়িত্বশীলগণ,পুলিশ প্রশাসনের সদস্যসহ সাধারণ জনগণ।
মন্তব্য করুন