২০২৩ সালের মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছুটির তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
২০২৩ খ্রিষ্টাব্দের সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আগামী বছর সরকারি , বেসরকারি মাধ্যমিক নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মোট- ৭৬ দিন ছুটি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।
গতকাল বৃহস্পতিবার অধিদপ্তর থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা কাছে জানতে চাইলে বলেন যে ২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ৭৬ দিন। এ হিসাব শুক্র ও শনিবার ছাড়া।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
মন্তব্য করুন