৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী কয়েক হাজার প্রার্থীর চয়েস লিস্ট পূনরায় সাজানোর সুযোগ দাবি
নিজস্ব প্রতিবেদক
বে সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
সারা বাংলাদেশে বেসরকারি
শি ক্ষা প্রতি ষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রতি বছর শিক্ষক
নিবন্ধন পরীক্ষা গ্রহণ,য োগ্য
শিক্ষকদের মেধাতালি কায় অন্তর্ভূক্তকরণ, শিক্ষক নিয়োগের সুপারিশ ইত্যাদি ক্ষেত্রে যে উজ্জ্বল
দষ্টৃ ান্ত স্থাপন করেছে তা সত্যি ই সমগ্র শিক্ষাক্ষেত্রে
অনস্মুরণীয়। উপযুক্ত ও সু-শিক্ষিত জাতি
গঠনে NTRCA আর ো উচ্চতর মর্যাদায় অধি ষ্ঠি ত হবে বলে আমরা মনে প্রাণে বি শ্বাস করি ।
তাই তাদের আবেদনে ভুলবশত চয়েস এলোমেলো অবস্থায় টাকা পেমেন্ট হয়ে গেছে। গত ২১/১২/২০২২ তারিখে ৬৮,৩৯০ টি শূন্যপদের বিপরীতে বহুল কাঙ্খিত ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উল্লেখ্য যে, আবেদনের সফটওয়্যারটি একেবারেই নতুন। পূর্বে এরকম সফটওয়্যারের মাধ্যমে কখনও আবেদন করেনি কেউ। তাদের অনেকেই কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেছে। সম্পূর্ণ নতুন সফটওয়্যার হওয়ায়, এ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকায় কম্পিউটার দোকানদার ভুল করে চয়েস এলোমেলো অবস্থায় আবেদন সাবমিট এবং টাকা পেইড করে দিয়েছে। এর ফলে অনেকেরই আবেদনে ভুল হয়েছে। কারো কারো ১ম চয়েস গিয়েছে ৪০ নম্বরে আবার ৪০ নম্বর গিয়েছে ১ নম্বরে, অনেকেরই চয়েস এলোমেলো হয়েছে, কারো কারো ঠিকানা ভুল হয়েছে, কারো মোবাইল নম্বর ভুল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এমতাবস্থায়, তারা দুশ্চিন্তা ও হতাশার মধ্যে দিনানিপাত করছে। তাদেরর চয়েস সাজানোর সুযোগ চেয়ে ২২/০১/২০২৩ তারিখে NTRCA চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তারা।প্রার্থীদের দাবি:
আবেদন চলাকালীন সময়ে পূনরায় চয়েস লিস্ট সাজানোর(Choice Reorder) সুযোগ দিতে হবে।
মন্তব্য করুন