যশোর,অভয়নগরে স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ম্যানেজিং কমিটির চার সদস্যের পদত্যাগ
যশোর-প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চার অভিভাবক সদস্য পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগে বাণিজ্য, কমিটির মতামতকে উপেক্ষা করে একক সিদ্ধান্ত গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ তুলে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
গতকাল রোববার রেজিস্ট্রি ডাকযোগে বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বরাবর তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বর্তমান কমিটিতে থাকা পাঁচ সদস্যের মধ্যে চার জনই পদত্যাগ করলেন। পদত্যাগকারী সদস্যরা হলেন, মো. মনিরুল ইসলাম, দীপঙ্কর মল্লিক, তপন কুমার বসু ও রোকেয়া ইসলাম।
পদত্যাগপত্রের অনুলিপি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, যশোর জেলা শিক্ষা অফিসার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর মহলদার জানান, ম্যানেজিং কমিটির চার সদস্যের পদত্যাগের বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।
ম্যানেজিং কমিটির সভাপতি ইসরাফিল মোড়ল জানান, এখনও পদত্যাগপত্র হাতে পাইনি। বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তিনি অস্বীকার করেন।
অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ বা পদত্যাগত্র পেলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন