মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন জিএম টিপু সুলতান
স্টাফ রিপোর্টার ঃ-
মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তনময় কুন্ডুর বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের সাথে জড়িত থাকা মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম লুৎফর রহমানের বরাবর এই অভিযোগ আসে। জানা যায় বিভিন্ন রাজনীতিবিদ মন্ত্রী মিনিস্টার এবং সচিবালয়ের ভাই বন্ধু মামারা আছে এই পরিচয় দিয়ে মানুষের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের মধ্য দিয়ে বিভিন্ন অপকর্ম জড়িয়ে পড়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই বাঁচাই করে অপকর্মের সত্যতা পাওয়া যায়। এবং আরো জানা যায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমানের কাছ থেকে মোটরসাইকেল কেনা বাবদ এক লক্ষ আশি হাজার টাকা ধার নিয়ে না দেবার তাল-বাহানা করে আসছে এতে উপজেলা প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই গঠনতন্ত্র অনুসারে সকলের সিদ্ধান্ত ক্রমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি তাকে বহিষ্কারাদেশ জারি করেন।
বর্তমানে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে জিএম টিপু সুলতানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হলো।
মন্তব্য করুন