ঈদের আগেই জাতীয়করণের ঘোষণা চাই,
চাই শতভাগ ঈদবোনাস।
সংগঠন যার যার জাতীয়করণ সবার।
দলমত,ভেদাভেদ ভুলে আগামীক ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার,জাতীয় প্রেসক্লাবের সামনে
আসুন সবাই জাতীয়করণের ঘোষণার জন্য ঐক্যবদ্ধ থাকি।
ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে থাকার মানসিকতা নিয়ে আসতে হবে।
রাজপথে শুয়ে থাকার জিনিস সাথে রাখতে হবে।কিছু টাকা পয়সা আনা উচিত।খরচা যার যার।
সাহস রাখতে হবে আর ত্যাগ করার মানসিকতা রাখতে হবে।
বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন,করতে হবে জাতীয়করণ এই স্লোগানে মুখরিত হোক জাতীয় প্রেসক্লাব চত্বর।
সার্বিক সফলতা কামনা করছি।
–ধন্যবাদে
মোঃ নজরুল ইসলাম রনি
সভাপতি,বাশিস।
মন্তব্য করুন