নিজেস্ব প্রতিবেদক-
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক্তিয়ার পুর শহীদ সালাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে ” আর নয় ভাড়াটে খেলোয়াড়, যোগ্য খেলোয়াড় গড়বো এবার”- এ প্রতিপাদ্যের আলোকে স্প্রিড- ৫১১০ এর আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল টির্নামেন্টের শুভ-উদ্বোধন ঘোষণা করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল হক বিপ্লব।
এ সময় স্প্রিড-৫১১০ এর নির্বাহী প্রধান ফারুক আহমেদ জানান উপজেলার ৫ টি ভ্যেনুতে এ টুর্নামেন্টের আয়োজনের মাধ্যে এতে ৩২ টি দল অংশ নিয়ে ৬ টি গ্রুপে ৩৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, ৫ নং সৈয়দ পুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ রায়( নিমাই), অএ ইউপি’র সদস্য মোঃ অহিদুজ্জামান (অহিদ), ভিস্তা এনড্রয়েড টিভি’র রংপুর অঞ্চলের সহকারী পরিচালক হারিফুর রহমান সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে খামার নারায়ণ পুর স্বচুড়া ক্রীড়া চক্র ২- ০ গোলে ভাবনাগঞ্জ সততা ক্রীড়া ও যুবসংঘকে পরাজিত করে।
মন্তব্য করুন