মাগুরার শ্রীপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর
” বিশ্বে আমাদের পরিবেশ, শান্তি ও নিরাপত্তা “- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে ২২ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের শ্রীপুর উপজেলা কমিশনার মোছাঃ মর্জিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিসার্স ক্লাব চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতৈল মাধ্যমিক প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট দলের শ্রীপুর উপজেলা শাখার সম্পাদক মোল্যা ফয়জুর রহমান লাভু, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাচ আলী, বদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিয়ার রহমান, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওয়াব আলী, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, শ্রীপুর প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আশরাফ হোসেন পল্টু, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষকগণ।
শ্রীপুর উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা মূলক নাচ,গান,ও কবিতা আবৃতিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের মাতা প্রতিভা মজুমদার ও স্ত্রী ইন্দ্রানী সরকার পপি। বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন জিকে আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক শিশির শিকদার ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী।
মন্তব্য করুন