নিজেস্ব প্রতিবেদক-
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট ৯ দফা দাবিতে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হাসিনুর রহমানের নেতৃত্বে ইউএনও শাহরিয়ার নজিরের হাতে এ স্মারকলিপি দেওয়া হয়। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ ও পৌর মেয়রকে একই দাবী নিতে স্মারক লিপি দেয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির ছাত্রলীগ নেতাদের কথা শুনেন এবং তাদের দাবী পূরণের আশ্বাস দেন।
স্মারক লিপিতে বলা হয়, পীরগঞ্জ সরকারি কলেজ রোডে ভারী যানবাহন চলাচল বন্ধ করা সহ কলেজ গেট হতে ৫০ ফিট দূরত্বে মান সম্মত স্পিডবেকার নির্মাণ, পূর্ব চৌরাস্তা হতে রাইস মিল গেট পযর্ন্ত বেপরোয়া গতিতে গাড়ী চলাচল বন্ধ, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট হতে ৫০ ফিট দূরত্বে মান সম্মত স্পিডবেকার নির্মাণ, রাস্তার পাশে সড়ক বাতির ব্যাবস্থা করা,কলেজ চলাকালে মাইকিং ও হর্ন বাজানো বন্ধ, জনসাধারণের নিরাপদে চলাচলের জন্য ফুটপাত দখল মুক্ত করাসহ ৯ দফা দাবি করা হয়।
উল্লেখ, রবিবার সন্ধ্যায় কলেজে সামনে সড়ক দূর্ঘটনায় পীরগঞ্জ সরকারি কলেজ কম্পিউটার অপারেটর সুজন নিহত হয়।
মন্তব্য করুন