নিজেস্ব প্রতিবেদক-
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যস্ততা যখন আছড়ে পড়ে আমাদের এই জীবনে, সময় করে ঘুরে আসুন দেশের কোনো এক প্রান্তে- ব্যস্ততাকে আড়াল করে গিয়েছিলেন একদিন সবুজ অরণ্য যেখানে বুক ভরে নিশ্বাস নিতে প্রকৃতির সনে এমন প্রত্যাশায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের প্রায় ৪০০ ( চারশত) একর ভূমির উপর গড়ে উঠা পিকনিক স্পট ও আনন্দ উপভোগ্য ও বিনোদ কেন্দ্রটি স্বপ্নপুরী।
কর্মের মাঝে মাঝে স্বপ্নকে জাগিয়ে তুলতে চাইলে কোলাহল থেকে দূরে যাওয়া প্রয়োজন,এর মধ্যে নিজেকে ফিরে পাওয়া যায়, পাওয়া যায় মানসিক প্রশান্তি। তাই শিক্ষার অবিছেদ্য অংশ হিসেবে শিক্ষা সফর সড়ক পথ দিনাজপুর থেকে স্বপ্নপুরীর দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার সমগ্র বাংলাদেশ থেকে যেমন প্রচুর দর্শনার্থী,শিক্ষার্থী, চিত্তবিনোদনের জন্য স্বপ্নপুরীতে বেড়াতে আসেন তেমনি পড়া-লেখার পাশাপাশি শিক্ষা সফরে আসা।
চুড়ুই ভাতি স্বপ্নপুরী স্পটে একে একে দেখতে পায় কৃএিম লেক,পাহাড়, উদ্যান, বৈচিত্র্য পূর্ণ গাছ-গছালি এবং ফুলের বাগান, বিভিন্ন প্রতিকৃতি, শিশুপার্ক, চিড়িয়াখানা, কৃত্রিম পশুপাখি, কৃত্রিম ঝর্ণা, ইটখলা,ঘোড়ার রথ, শালবন, রাজহংস, ফুলবাগিচা, সাম্পান, খেলার মঞ্চ,নামাজ ঘর, কুঞ্জ, বিভিন্ন ভাস্কর্য, মাটির কুটির, ডাক বাংলো, মাটিতে নির্মিত বাংলাদেশের মানচিত্র ঘুরে ঘুরে পরিদর্শন কালে আরও পরিলক্ষিত হয়েছে পিকনিক বা যে কোন অনুষ্ঠান করার যাবতীয় আয়োজন। রাএী যাপনের জন্য স্বপ্নতারা,নীলপরী,নিশিপদ্ম, রজনীগন্ধা, মেঠোঘর,এবং ভিআইপি কুঞ্জ নামের ৫ টি কটেজ, খাবার ব্যবস্হাপনার অংশ হিসেবে রয়েছে বিভিন্ন ধরনের ভাড়া চুলা,হাঁড়ি-পাতিল, এবং ডেকোরেশনের সব ধরনের আসবাবপত্র, আরও রয়েছে বিভিন্ন ধরনের রাইডার। এগুলো পরিভ্রমণ শেষে স্বপ্নপুরী পিকনিক স্পটে রান্না করা খাওয়া-দাওয়া শেষে বাড়ির পথে রওনা হওয়ার মজাটাই ছিল আনন্দ – বিনোদন ও জ্ঞান চর্চার এক আস্ফালন। এই আনন্দ উপভোগ্যের জন্য শিক্ষার্থীদের স্বপ্নপুরী পিকনিক স্পটে ঘুরে বেড়িয়েছিলেন ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের, বরীন্দ্রনাথ রায়, অর্জুন কুমার রায়, অভিভাবক রাজকুমার রায়, সহ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সত্যেন্দ্র নাথ রায়। আর খাবার পরিবেশনায় ছিলেন মোঃ কামরুজ্জামান ব্লু চাচা, দয়াময় রায়, অভিভাবক ভট্টাচার্য রায়, নৈতিক- ব্যক্তিত্ব মোঃ মকলেছুর রহমান (সিনিয়র সহকারী শিক্ষক)।
মন্তব্য করুন