মাগুরায় এস,এস,সি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর
“এসো বন্ধু মিলি বন্ধুত্বের টানে”- এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী ও মিলন মেলা।
শুক্রবার ( ৩ মার্চ) পুনর্মিলনী উপলক্ষে সকাল ৯ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস – এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ আলফাজ উদ্দিন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ খান প্রমুখ।
এরপর সকাল১০ টায় এস,এস,সি- ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের করে।র্যালিটি শহর ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।
দুপুরের পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের আড্ডা, হাস ধরা,বালিশ বদল, চেয়ার সিটিংস,স্মৃতিচারণ, র্যাফেল ড্র,,সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।পূণর্মিলনী অনুষ্ঠানে মাগুরা জেলার এসএসসি ৯৫ব্যাচের চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এবিষয়ে পূণর্মিলনী বাস্তবায়ন ও আয়োজক কমিটির আহ্বায়ক রেজাউল কবীর সুরুজ বলেন, অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।।সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটটফর্মে থাকতে পারা এবং একে-অন্যের পাশে দাঁড়ানোর প্রত্যয়ের জন্যই এই পূণর্মিলনীর আয়োজন।অনেকদিন পর বন্ধুরা একত্রিত হতে পেরে খুব ভালো লাগছে।ভবিষ্যতে আরও ভালো করবো বলে আশা করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন