অভয়নগরে মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও কমিটি গঠন
অভয়নগর প্রতিনিধি আমিনুর রহমানঃ
যশোর জেলা মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়নগর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গতকাল ৮ ই মার্চ বুধবার নওয়াপাড়া বর্ণমালা ই স্কুলের সভাকক্ষে পায়রা ইসলামিয়া মাদরাসার প্রভাষক মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে মহাকাল মহিলা মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব ও যশোর জেলা কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন যশোর জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ আনিসুজ্জামান,যশোর জেলা কমিটির সহ অর্থ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃআশরাফুল ইসলাম, সদস্য মোঃ নাজমুল হুদা মিন্টু,কেশবপর উপজেলার সভাপতি আহাদ আলী,কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃরফিকুল ইসলাম।আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আলাউদ্দিন,প্রভাষক আবুল কালাম আজাদ, শিক্ষক নাজমুল হুসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে অভয়নগর উপজেলার জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের পায়রা ইসলামিয়া ফাজিল মাদরাসার বাংলা প্রভাষক মোঃ আব্দুর রউফ কে সভাপতি কোটা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক গাজী গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আমিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যদের কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
মন্তব্য করুন