নিজেস্ব প্রতিবেদক-
বুধবার (০৮ মার্চ) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে ও বিভিন্ন সরকারি -বেসরকারি সংস্থার সহযোগীতায় “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন “- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা মোঃ ইকরামুল হক, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ সবুর আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার বুলবুল, আদিবাসী নেএী সুজাতা সরেন প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহ সরকারী – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের ও সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সুশীল সমাজের নারী-পুরুষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন