নিজেস্ব প্রতিবেদক-
শুক্রবার (১০ মার্চ) সকালে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্বরে ও পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির আয়োজনে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি ও ঠাকুরগাঁও -৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহম্মেদকে এবং ইংল্যান্ড প্রবাসী আলী হাসান ও তার সহধর্মিণী আমিনা হাসানকে এ সংবর্ধনা প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও – ৩ আসনের উপ-নির্বাচনে নব- নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ,পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজির, ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সোবহান, ইংল্যান্ড প্রবাসী আলী হাসান ও তার সহধর্মিণী আমিনা হাসান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দবিরুল ইসলাম, জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম, ডায়াবেটিক সমিতির অর্থ- সম্পাদক সোলেমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ নূর-নবী চঞ্চল প্রমুখ।আলোচনান্তে ঠাকুরগাঁও -৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদকে এবং ইংল্যান্ড প্রবাসী আলী হাসান ও আমিনা হাসানের হাতে সম্মাননার ক্রেষ্ট প্রদান করা হয়।
মন্তব্য করুন