কেশবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস
উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ মোঃ জাকির
“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” প্রতিপাদ্য বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদের সঞ্চালনায়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার।
আলোচনা সভায় কেশবপুরে কোন অসাধু ব্যবসায়ী কৃত্তিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা নিতে হবে। এছাড়া আসন্ন রমজান মাসেও প্রশাসনের বাজার মনিটরিং করতে হবে বলে বক্তারা বলেন।
মন্তব্য করুন