বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
মনিরামপুর প্রতিনিধিঃ জিএম টিপু সুলতান
আজ শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপিত হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সাধারণ সম্পাদক জিএম টিপু সুলতান, প্রচার সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আল আমিন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ আইন বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, দেবব্রত মন্ডল, সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন