বটিয়াঘাটা উপজেলার তিনটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার খুলনাঃ মোঃ মিজানুর রহমান
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৩টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে ধারা অব্যাহত রাখতে ও বিএনপি জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে আমিরপুর, বালিয়াডাঙ্গা ও ভান্ডারকোট ইউনিয়নের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, আমিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শেখ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি মোঃ মশিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ভান্ডারকোট ইউনিয়ন আহবায়ক মাস্টার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোঃ তারিকুজ্জামান সুমন আমিরপুর ইউপি চেয়ারম্যান ও বটিয়াঘাটা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জি এম মিলন গোলদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী আহমেদ আকুঞ্জীন সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ডাঃ ইমরান হোসেন, আহাদ শেখ, আসলাম তালুকদার, আসাবুর রহমান, তারিকুজ্জামান সুমন, মোঃ কবির শেখ, যুবলীগ নেতা, সরোয়ার হোসেন গহন, অরিন্দম গোলদার হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান নুর, রাহুল ঘোষ দীপ্ত, আবির মালিক, মাহমুদুন্নবী মিল্টন, মোঃ রুহুল কুদ্দুস, মোঃ মিজানুর রহমান,অহিদুজ্জামান, মুনাল কান্তি বাছাড়, সিরাজুল ইসলাম, সুরজিত মন্ডল, শেখ মোঃ রাসেল, আব্দুল মান্নান, আব্দুর রব, আব্দুর রহমান বিদ্যুৎ, অনুপম মন্ডল, নাইম ফারহান, চিন্ময় রায়, মোঃ সুমন শেখ, তানভীর রহমান অপু, রফিকুল ইসলাম রুবেল, মোঃ জাহিদ হোসেন, শেখ আশিকুজ্জামান আশিক, শেখ ইব্রাহিম, মোঃ শফিকুজ্জামান বুলু, লিটু কবিরাজ, মিঠুন ঘোষসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুজ্জামান আশরাফুল, সাধারণ সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম সানি। বালিয়াডাঙ্গা ইউনিয়নে সভাপতি মোঃ এনামুল শেখ এনা, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সবুজ। ভান্ডারকোট ইউনিয়নে সভাপতি মোঃ ইকরাম শেখ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বাবলু নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন