শ্রীপুরে বঙ্গবন্ধুর ১০৩ তম
শুভজন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মাগুরার শ্রীপুরে শুক্রবার দিনব্যাপি স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে, শেষ হয়।
সকাল ৮.৪৫ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন । পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার ( ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন, ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা থানা অফিসার ইনচার্জ বিসারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর সরকারি এম,সি,পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ,খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরব আলী, কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জোয়ারদার স্বর্নালী রিয়া, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর শুভজন্মদিন পালন করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে জতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি উপলক্ষে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন