কেশবপুরে গণহত্যা দিবস উপলক্ষে
স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধিঃ মোঃ জাকির।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫মার্চ দুপুরে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায় এর সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, আব্দুল মজিদ, কৃষ্ণপদ মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
মন্তব্য করুন