আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ টি আসনে এমপিওভুক্ত শিক্ষক নির্বাচনে প্রস্তুতি
অনলাইন শিক্ষা ডেক্স
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কম করে হলেও ১০০টি আসনে এমপিওভুক্ত শিক্ষক নির্বাচনে প্রস্তুতি নিন।আর এ নির্বাচনে এমপিওভুক্ত সকল শিক্ষক খরচ বহন ও প্রচারণায় থাকবেন এমন মানসিকতা নিয়ে সকল এমপিওভুক্ত প্রস্তুত হোন।
বিজয় অনেকটা নিশ্চিত এর কিছু দিক তুলে ধরছি।
১।শিক্ষার্থী ও অভিভাবকের সাথে সুসম্পর্ক।
২।শিক্ষার্থী তার স্যারের জন্যে লড়াই করতে প্রস্তুত থাকবে।
৩।শিক্ষার্থী নিজে আগ্রহ সহকারে প্রচরে ঝাপিয়ে পরবে।
৪।শিক্ষক সমাজের আদর্শ এবং সমাজকে সঠিক পথ দেখাতে পারবে এটা শতভাগ নিশ্চিত।তখন দাবি আদায়ের জন্যে ফুটপাতে পরে থাকতে হবেনা।
৫।এলাকা ভিত্তিক সংশ্লিষ্ট শিক্ষক খরচ বহন করে সবার ভিতরে ঐক্যতা তৈরি করুন।
৬।এত সংখ্যক শিক্ষক আজ অবহেলিত,এর জন্যে বুকে সাহস রেখে সবাই এগিয়ে আসুন।
৭।জাতিয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব থাকা জরুরী,এতে দেশ ও জাতি উপকৃত হবে,দেশ দুর্নীতি মুক্ত হবে।
৮।কোন দলের লেজুর ভিত্তিক শিক্ষক সংগঠনের নেতা কিংবা কর্মী,শিক্ষকদের জন্যে মঙ্গল নিয়ে আসতে পারেনা।
মন্তব্য করুন