মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
বৈকালিক স্বাস্থ্য সেবা(প্রাইভেট প্র্যাকটিস) কার্যক্রমের শুভ উদ্বোধন
মাগুরা প্রতিনিধিঃ লেনিন জাফর।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বৈকালিক স্বাস্থ্য সেবা (প্রাইভেট প্র্যাকটিস) কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে । কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ জুলি চৌধুরী, সার্জারি( কনসালটেন্ট) ডাঃ মোঃ ফেরদৌস রায়হান,জুনিয়র কনসালটেন্ট(এ্যানেস্থেসিয়া) ডাঃ কে এম সোহেল আসকর, মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মেডিকের অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাঃ নিশাত তাসনিম মনীষা, সহকারী সার্জন হাসনাতুজ তাসনিয়া,সহকারী সার্জন ডাঃ সামান্তা ইয়াসমিন, সহকারী সার্জন ডাঃ এজাজ আহমেদ রোচি,সহকারী সার্জন ডাঃ কাজী মুবতাসীমা ইশরাক, সহকারী সার্জন ডাঃ শাহনাজ পারভিন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি ড. মুসাফির নজরুল প্রমূখ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার সন্ধ্যা সাহা,স্যানিটারি ইন্সপেক্টর অচিন্ত্য কুমার সাহা , ইপিআাই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, অগ্নিঝরা মার্চে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু হলো –এটা চরম উন্নয়ন বলে আমি মনে করি।আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এই সেবা পাবো ভাবতেই অবাক লাগে।এই সেবার মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রটি আরো একধাপ উপরে উঠে গেলো বলে আমি মনে করি।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, আমরা খুবই ভাগ্যবান যে, দেশের মধ্যে ১২টি জেলা সদর ও ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালু হয়েছে, তার মধ্যে শ্রীপুর একটি।এটা খুব আশাব্যন্জক দিক।এই সেবা চালু হওয়ার কারণে ডাক্তারদের সাথে হাসপাতালের সম্পর্কটা আরও নিবিড় হবে বলে আমি মনে করি।যার ফলে স্বাস্থ্যসেবার মানের কোয়ালিটি আরও বাড়বে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, যেসমস্ত সরকারি হাসপাতালে এই বৈকালিক স্বাস্হসেবা চালু হয়েছে তার মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবার দিক দিয়ে অন্যতম থাকবে এবং ভালো সার্ভিস দিবে।
সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহ দেওয়ান জানান, বৈকালিক স্বাস্থ্য সেবায় সেবাদানকারী চিকিৎসকগণ সরকার নির্ধারিত ফি গ্রহণ করবেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব বিষয়ের বিশেষজ্ঞ কনসালটেন্টের শূন্যপদ পূরণ করা হবে।সর্বোপরি আমরা যেটা চাই যে ,মাগুরা জেলা একটা ভালো সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।সেই হিসেবে আপনাদের জনপ্রতিনিধিি ও জেলা প্রশাসন সার্বিকভাবে আমাদের সহায়তা করে যাচ্ছে। আমি স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের সর্বোচ্চ কর্ণধার হিসেবে মনে করি এই শ্রীপুরে সর্বোচ্চ সেবা দেবার জন্য,যা কিছু করা দরকার আমার পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে সহায়তা চাইবো আমাদের এই সেবাটা যেন বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে এক অনবদ্য সেবা হয় — এই আশাবাদ ব্যক্ত করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটন বলেন, আজ এই বৈকালিক স্বাস্থ্য সেবা চালু হওয়ার মাধ্যমে একট মহৎ কাজ অর্জিত হলো।আমরা সেবা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। প্রথম প্রথম হয়তো সামান্য ভুলত্রুটি হতে পারে, সেগুলো যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করবো এবং আমরা একটা পূর্ণাঙ্গ ভালো সেবা দিবো- -এই আশাবাদ ব্যক্ত করি।
বৃহস্পতিবার থেকে বাংলাদেশের মধ্যে ১২টি জেলা সদর ও ৩৯টি উপজেলা মোট ৫১টি সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম একযোগে চালু হলো।
মন্তব্য করুন