“প্রতিষ্ঠানের সকল আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিন, জাতীয়করণ ঘোষণা দিন”।
লেখক -মোঃ মহসিন আলী
“বর্তমান সরকারের ভিশন -” জ্ঞান, দক্ষতা,মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক , কর্মমূখী,অভিযোজন সক্ষম বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। ”
জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দূরদর্শী ও অভিযোজনের সক্ষম ও যোগ্য দেশপ্রেমিক বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। বর্তমান জাতীয় শিক্ষাক্রমের উদ্দেশ্য। আমরা এই গবেষণা, বিজ্ঞান ভিত্তিক ও সুদূরপ্রসারী শিক্ষাক্রম -২০২১ কে সাধুবাদ জানাই, কিন্তু ১২৫০০/- টাকা বেতন দিয়ে সরকারের কাংখিত জনশক্তি তৈরি করা কি সম্ভব?
১২৫০০/- টাকা বেতনের চাকুরী দিয়ে
শিক্ষকের মূল্যবোধ রক্ষা করা সম্ভব?
তা হলে ঐ শিক্ষক সংসার পরিচালনার জন্য অতিরিক্ত কাজ টিউশনির মত অনৈতিক কাজে অথবা অন্য যে কোন কাজ তাকে খুঁজতে হবে। এখানেই তার মূল্যবোধের মৃত্যু হবে।আর যিনি তার নিজের মূল্যবোধ ধরে রাখতে পারছেন না, তিনি কিভাবে মূল্যবোধ শিক্ষা দিবেন,আর দিলেও তা শিক্ষার্থীরা গ্রহণ করবে কেন?
তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
২০৪১ সালের ভিশন ফলপ্রসূ করতে হলে, অনতি বিলম্বে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ ঘোষণা করতে হবে, তা না হলে প্রচলিত বেতনে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কখনোই বাস্তবায়ন সম্ভব নয়। এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট কর্তৃক ঘোষিত “শিক্ষা প্রতিষ্ঠানের সকল আয় রাষ্ট্রীয় কোষাগার জমা নিন, জাতীয়করণ ঘোষণা দিন। ”
আপনি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশা পূরণ করলে সৃষ্টি হবে নতুন ইতিহাস শিক্ষক-কর্মচারীরা আপনাকে “শিক্ষা জননী ” উপাধিতে ভূষিত করবেন।
এগিয়ে যাবে বাংলাদেশ, বৈষম্য নিরসন হবে, মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে,দক্ষ জন শক্তি তৈরি হবে, রেমিট্যান্স বৃদ্ধি পাবে, আপনার সকল উন্নয়ন টেকসই হবে,উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, আপনার বাবার মত আপনিও বিশ্ব নেতা হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। মনে রাখবেন পৃথিবী ক্ষণস্থায়ী, আপনার বলিষ্ঠ সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি দেশ, আর এদেশের শিক্ষক সমাজ অতীতের মত আসন্ন নির্বাচনে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অবশিষ্ট কাজ আপনার নের্তৃত্বেই সমাপ্ত হোক!
“হে মানবতার মা! আপনার সন্তানেরা আজ ৪১ দিন প্রেসক্লাবে অবস্থান করছে, ইতোমধ্যে ২ জন শিক্ষক মৃত্যু বরণ করেছেন, অসংখ্য শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে, কেউ খোঁজ নিচ্ছে না, আপনিই কিছু একটা করুণ। “
মন্তব্য করুন