1. admin@dainikonlineshikha.com : admin :
  2. arjunkumer1977@gmail.com : arjun :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:০১ পূর্বাহ্ন
জরুরী নোটিশ-
* * সাংবাদিক নিয়োগ * * দৈনিক অনলাইন শিক্ষাতে সংবাদকর্মী নিয়োগ চলছে *** স্বনামধন্য দৈনিক অনলাইন শিক্ষা / অনলাইন নিউজ পত্রিকাতে জেলা- উপজেলা পর্যায়ে সংবাদকর্মী আবশ্যক *** শুধুমাত্র আগ্রহী প্রার্থী সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ড এর কালার এপিঠ ওপিঠ ফটোকপি এবং ইংরেজিতে সিভি গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র বাংলায় লেখা জীবন বৃত্তান্ত সিভি পাঠান দৈনিক অনলাইন শিক্ষার এই জিমেইল নাম্বারে- bd.dainikonlineshiksha@gmail.com *** আরো বিস্তারিত তথ্যের জন্য ও দৈনিক অনলাইন শিক্ষাতে সংবাদকর্মী হিসেবে নিয়োগ পেতে সরাসরি দৈনিক অনলাইন শিক্ষার সম্পাদকের মুঠোফোনে যোগাযোগ করুন- 01886 - 902317 ** সকল প্রকার নিউজ পাঠান দৈনিক অনলাইন শিক্ষার এই জিমেইল নাম্বারে-dainikonlineshiksha@gmail.com শিক্ষাবিষয়ক ওয়েবসাইট দৈনিক অনলাইন শিক্ষা / সত্য প্রকাশে আপোসহীন **
শিরোনাম-
সরকারি কর্মচারীদের বেতন ১ টাকা বৃদ্ধি পেলে শিক্ষক কর্মচারীদেরও ১ টাকা বৃদ্ধি পাবে – শিক্ষামন্ত্রী সরকারের ঊর্ধ্বমুখী উন্নয়নের প্রেক্ষাপট সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবেঃ প্রতিমন্ত্রী হীড বাংলাদেশ ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলে এককালীন উপবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট প্রদান শ্যামগরে ভুরুলিয়া নাকবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন মনিরামপুরের মনোহরপুরে অবৈধ ডিস লাইনের জমজমাট ব্যাবসা বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের মে-২০২৩ মাসের বেতনের চেক ছাড় পীরগঞ্জে চেরকুর ঘাটে টাঙ্গণ নদের ওপর ১৬০ মিটার দীর্ঘ ব্রিজের ভিত্তি প্রস্তর স্হাপন আইসিটি বিষয়ে প্রশিক্ষণ চলাকালীন সময়ে সকারী শিক্ষকের মৃত্যু ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ, পরিবর্তন হলো যেসব আসন

সুনামগঞ্জ,শাল্লায় স্কুলে চার পদে কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্য, নিয়োগ বাতিলের দাবিতে মানবন্ধন

  • প্রকাশিত মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ ৪৭৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ,শাল্লায় স্কুলে চার পদে কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্য, নিয়োগ বাতিলের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক,
সুনামগঞ্জঃ জেলার শাল্লার প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ যোগসাজশে চার পদে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গতকাল (১০ এপ্রিল) বিকেলে শাল্লার বাহারা ইউনিয়নের প্রতাপপুর বাজারে বিকেল পাঁচ টায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২১ মার্চ, ২০২৩ তারিখে একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন নৈশ প্রহরী, একজন আয়া ও একজন অফিস সহকারি পদে বিদ্যালয়ের নিয়োগ কমিটি নিয়োগ প্রদান করে। এর মধ্যে অফিস সহকারি পদে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি অনিল চন্দ্র দাসের ছেলে অপু চন্দ্র দাসকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি তিন পদে মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে পূর্ব নির্ধারিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তরা বলেন, নিয়োগ পরিক্ষায় জালিয়াতির করার জন্য একই প্রশ্নে সকলের পরীক্ষা নেওয়া হয়েছে। তাছাড়া ৬৫ জন প্রার্থীর ৬৫ জনই কিভাবে পাস করে। পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য সকলকে পাস করানো হয়েছে। মৌখিক পরীক্ষা নিয়ে সেখান থেকে সভাপতি, প্রধান শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা তাদের পছন্দমত প্রার্থী নির্বাচন করেছেন। এতে স্বাভাবিক ভাবেই বোঝা যায় এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ পন্থায় করা হয়েছে। যোগ্য প্রার্থীদের এখানে মূল্যায়ন করা হয়নি।

এসময় তারা আরও বলেন, আমরা এই নিয়োগ বাতিল চাই। নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন তাদেরও বিচার চাই। নিয়োগে মোটা অংকের টাকার লেনদেন হয়েছে। যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে আগে থেকেই ঠিক করে রাখাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ বাতিল করতে হবে।

মানববন্ধনের এ বিষয়ে বাহারা ইউনিয়ন পরিষদের সদস্য (প্রতাপপুর) গণেন্দ্র চন্দ্র দাস বলেন, নিয়োগ নিয়ে যে সমালোচনা আছে সেটা আমি জানি। গ্রামবাসীর মাধ্যমে জেনেছি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩১ জানুয়ারি, ২০২৩ তারিখে স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক মোট চার পদে দরখাস্ত আহ্বান করা হয়। এতে অফিস সহায়ক পদে-২৬ জন প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী ২১ মার্চ, ২০২৩ তারিখে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় প্রতি পদের বিপরীতে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে ব্লাক বোর্ডে লিখে দেওয়া একই প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করে পরীক্ষায় সকল প্রার্থীকে উত্তীর্ণ দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রতি পদের বিপরীতে উত্তীর্ণ সকল প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করে পরিচ্ছন্নতা কর্মী পদে সজল কুমার দাস, নৈশ প্রহরী পদে রাসেন্দ্র চন্দ্র দাস, আয়া পদে ঝর্ণা রানী দাস এবং অফিস সহায়ক পদে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনিল চন্দ্র দাসের ছেলে অপু চন্দ্র দাস কে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে ফলাফল ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিন্দ্র চন্দ দাস এর মুঠোফোনে গত দুই দিন ধরে চেষ্টা করা হলেও তিনি ব্যস্ত আছেন, কথা বুঝছেন বলে ফোন কেটে দেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়টি ম্যানেজিং কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস এর আগে শিক্ষাবার্তা’কে বলেন, অভিযোগটি অহেতুক। এখানে মাউশি ডিজির প্রতিনিধি, জেলা শিক্ষা কর্মকর্তা সকলেই উপস্থিত ছিল। আমরা শুধু সহযোগিতা করেছি। আমার ছেলে যোগ্য বিধায় তারা নিয়োগ দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটির একজন সদস্য বাদে অন্য কারও মতামত নেওয়া হয়নি প্রশ্ন করলে তিনি বলেন, রেজুলেশন করেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তারা শুধু মিথ্যা অভিযোগ করছেন। এমন কিছু হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বেও তিনি) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়োগের অনিয়মের বিষয়ে আমার কাছেও অভিযোগ এসেছে। নিয়োগ কমিটিতে আমি সদস্য হিসেবে ছিলাম। তাছাড়া মাউশি ডিজির প্রতিনিধিসহ নিয়োগ কমিটি মিলেই এই নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু নিয়োগে আবেদন যোগ্যতা ৮ম শ্রেণি সেহেতু সাধারণভাবেই লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।

সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দৈনিক অনলাইন শিক্ষার আরো সংবাদ পড়ুন
দৈনিক অনলাইন শিক্ষা-অনলাইন নিউজ পত্রিকার যে কোনো লেখা, বা, ছবি, ও ভিডিও , অনুমতি ছাড়া কপি করা , বা, বে-আইনি ভাবে ব্যবহার করা আইনিভাবে দণ্ডনীয় অপরাধ।
Design & Develop BY Coder Boss
আপনার পছন্দের ভাষা পরিবর্তন-Translate »