নিজেস্ব প্রতিবেদক-
বেসরকারি এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ( স্কুল- কলেজ) শিক্ষক /কর্মচারীগণের ঈদ-উল-ফিতর-২০২৩ এর উৎসব ভাতার সরকারি অংশের চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্হানীয় কার্যালয়ে আজ বুধবার ১২ এপ্রিল ২০২৩ইং তারিখে হস্তান্তর করা হয়েছে। এসংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ১৮/০৪/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত শিক্ষক ও কর্মচারীগণ তাদের মূল বেতনের ২৫% ও ৫০% শতাংশ ঈদ-উল-ফিতর-২০২৩ এর উৎসব ভাতা স্ব-স্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে উত্তোলন করতে পারবেন।
স্মারক নংঃ ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২৩/৯১০/৪,তারিখঃ ১২/০৪/২০২৩খ্রিঃ।
মন্তব্য করুন