মনিরামপুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঔষধের দোকানীকে জরিমানা
জিএম টিপু সুলতান মনিরামপুর যশোর:- মনিরামপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ১৩ই এপ্রিল বৃহস্পতিবার মনিরামপুর বাজারের কয়েকটি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এর মধ্যে তাপস ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ন ঔষধ, তুলসী চা, আমলকী চা,ঔষধের ফ্রিজে মাছ, মাংস রাখার অপরাধে ১০হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ও মানুষের ঔষধের মধ্যে ভেটেনারি ঔষধ দোকানে রাখার দায়ে রাবেয়া ফার্মেসীকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোকান মালিকেরা অভিযোগ করেন অনেক গুলো ঔষধের মধ্যে কয়েকটি মেয়াদ উত্তীর্ন ঔষধ থাকতেই পারে কিন্তু মেয়াদ উত্তীর্ন ঔষধ যদি কোন বাচ্চা বা বড় মানুষ খায় তাহলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে বলে দোকানের মালিক গান জানান।পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা স্হগিত করা হয়।
মন্তব্য করুন