নিজেস্ব প্রতিবেদক-
শনিবার (১৫ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার টাঙ্গণ নদীর সতির ঘাটে পহেলা বৈশাখ উপলক্ষে শশ্মান কালীমন্দিরে কালীপূজা ও ভক্তদের পাপমুক্তির কামনায় গঙ্গা স্নান, তর্পন, নৈবদ্য বিতরণ ও মিলন মেলা।
ভক্ত গণ বিশ্বাস করেন গঙ্গা স্নান করলে পবিত্রতা ও শূচি অর্জন করা যায়। এ বিশ্বাসে ভক্তবৃন্দ গঙ্গাস্নানের পরে, পূজায় মন্ত্র পাঠ করে টাঙ্গণ নদীতে অঞ্জলি প্রদান করেন।
এ বিষয়ে উক্ত কোষারানীগঞ্জ সতীর ঘাট শশ্মান কালীমন্দির ও শশ্মান কমিটির সভাপতি শংকর রায় বলেন, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে সনাতনধর্মাবলম্বী ভক্ত গণ পবিত্রতা ও শুদ্ধতা লাভের আশায় এবং মনোবাসনা পূরণের কোষারানীগঞ্জ সতীর ঘাট শশ্মান কালীমন্দির ও টাঙ্গণ নদীতে গঙ্গা স্নান ও মিলন মেলাতে আসেন।এ মেলাতে বিভিন্ন ধরনের বিগ্রহ বা প্রতিমা স্হাপন করেন। এ শশ্মান কালীমন্দিরের কালীপূজাকে কেন্দ্র করে তিন দিন ধরে মেলার আয়োজনে সকাল ও সন্ধ্যায় দেশের বিভিন্ন স্হান থেকে বিভিন্ন বয়সী শ্রেনী ও পেশার মানুষের উপস্থিতিতে এমেলা যেন, মিলন মেলায় পরিনত হয়েছে।
মন্তব্য করুন