নিজেস্ব প্রতিবেদক-
রবিবার (১৬ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২২- ২০২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নঈমুলহুদা সরকার, উপজেলা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম প্রমুখ।
এ সময় সিআইজি কংগ্রেস গ্রুপের ১৫০ জন কৃষকদের আর্থ- সামাজিক উন্নয়নে করণীয় ও গ্রুপে ভবিষ্যতে কর্মপরিকল্পনার উদ্যোক্তা তৈরি এবং সমস্যা সমাধানে কারিগরি বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম।
মন্তব্য করুন