কেন্দুয়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
আজ সোমবার (১৭এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সনের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় অস্থায়ী সরকারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত করে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম।
উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভুঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন পিপিএম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তারিক আজিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমূখ।
এসময় কেন্দুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, নির্বাচনী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েল, মো.মুজিবুর রহমান, মো.রোকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন