কেশবপুরের চৌরাস্তা বাজারের চারটি দোকান পুড়ে ভস্মীভূত, নগদ দুই লক্ষ টাকা সহ প্রায় ৭লক্ষ টাকা ক্ষয় – ক্ষতি
কেশবপুর প্রতিনিধিঃ মোঃ জাকির।
কেশবপুরের প্রতাপপুর চৌরাস্তা বাজারের শিকারপুর সড়কের পাশের চারটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। নগদ দুই লক্ষ টাকা সহ প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে লিটনের মুদিখানা দোকান হতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে একাধিক সূত্রে জানা গেছ।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন প্রতাপপুর গ্রামের এরশাদ আলীর ছেলে মোঃ লিটন হোসেন মুদির দোকান, দেউলী গ্রামের মোজাহার মোল্লার ছেলে মোঃ হাবিবুর রহমানের ইলেক্ট্রনিক্স মিস্ত্রী দোকান, ঝন্টু দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস সেলুনের দোকান, আবু বক্কার মোড়লের ছেলে হবিবুর রহমানের কাঁচামালের দোকার। এই চারটি দোকানে নগদ দুই লক্ষ টাকা সহ প্রায় ৭লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন দেউলী গ্রামের মেম্বার মোহাম্মদ আলী।
মন্তব্য করুন