সিংগাইরে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে আক্রাম সভাপতি, আবুল সাধারণ সম্পাদক নির্বাচিত
খান মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আক্রাম হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল হোসেন বিজয়ী হয়েছেন।
গতকাল বুধবার (২৬ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের প্রাথমিক শিক্ষা অফিসে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। মোট ২৯৪ জন ভোটারের মধ্যে ২৮৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে বিকাল ৪ টায় গণনা শুরু হয়।
গণনা শেষে বিকাল ৫ টার দিকে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার সিংগাইর প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার।
এতে ১৬০ ভোট পেয়ে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহা পান ১২০ ভোট। বর্তমান সাধারণ সম্পাদক সিংগাইর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: শাহজাহান দুলালকে ৬৪ ভোটের ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো এই পদে নির্বাচিত হন একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আবুল হোসেন।
তিনি পেয়েছেন ১৭৩ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী মো: শাহজাহান দুলাল পেয়েছেন ১০৯ ভোট। যুগ্ম-সম্পাদক পদে পারিল নুর মহসিন বিদ্যায়তনের সহকারি শিক্ষক মোঃ মোজাম্মেল হক ১৯৮ ও চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তার হোসেন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কুদ্দুস মোল্লা ১১৮ ভোট পেয়ে পরাজিত হন।
অপরদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিনিয়র সহ-সভাপতি পদে উপজেলার শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বায়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, দক্ষিন জামশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক মোল্লা ও জি,জি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার, সাংগঠনিক পদে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক পদে তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মঞ্জুরুল আলম, প্রচার সম্পাদক পদে মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মোশাররফ হোসেন, কোষাধক্ষ পদে সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমাংশু কুমার মন্ডল, দফতর সম্পাদক পদে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাতেন, ধর্ম সম্পাদক (ইসলাম) সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হারুনুর রশীদ, ধর্ম সম্পাদক (হিন্দু) পদে সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রজেন্দ্র নাথ বৈদ্য, মহিলা সম্পাদক পদে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর আক্তার, ক্রীড়া সম্পাদক পদে দক্ষিন জামশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, সমাজ কল্যাণ সম্পাদক পদে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রইচ উদ্দিন খান, বার্ষিকী সম্পাদক পদে জি,জি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসহাক, এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। সদস্য সচিব ছিলেন, সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম আরিফুর রহমান সজল।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, রায়দক্ষিন কহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মকবুল হোসেন, ভুমদক্ষিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী ও ধল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
নবনির্বাচিত সিংগাইর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, পৌর মেয়র আবু নাঈম মো: বাশার, সাবেক মেয়র মীর মো: শাহাজাহান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম ও সিংগাইর উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক মোবারক হোসেনসহ সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন