নিজেস্ব প্রতিবেদক-
অদ্য শুক্রবার (২৮এপ্রিল-২০২৩) তারিখ সকাল ১১ঘটিকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ সতীর ঘাট শ্রী শ্রী শ্মশান কালি মন্দিরে এক সাধারণ অনুষ্ঠিত হয়।
চৈত্র মাসের রাএি শেষে এসো হে বৈশাখ নতুন সূর্যের আবেশে, সেই সূর্যের রঙিন আলোয় মুছে যাক জীবনের সব কালো এই প্রত্যাশায় গত পহেলা বৈশাখ উদযাপন ও সতীর ঘাট শ্রী শ্রী শ্মশান কালি মন্দিরে কালীপূজা উদযাপন এবং মেলা শেষে আজ শুক্রবার আকালু বর্ম্মনের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত বছরের আয়-ব্যয়, হিসাব-নিকাশ সকলের উপস্থিতিতে উন্মুক্ত করে দেয়া হয়,এবং তাহা পূঙ্খানুপুঙ্খভাবে হিসাব বিবরণী নিরীক্ষণ – পর্যবেক্ষন করা হয়। হিসাব বিবরণী নিরীক্ষণ শেষে আলোচনা -পর্যালোচনা ও সকলের সম্মতিক্রমে সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।
নব-গঠিত কমিটিতে আকাশীল গ্রামের শংকর রায় সভাপতি, নোধাবাড়ী গ্রামের তপন কুমার রায়কে সাধারণ সম্পাদক, ভবানীপুর গ্রামের রতন কুমার রায়কে কোষাধ্যক্ষ ও আকাশীল গ্রামের দেবেন্দ্রনাথ রায়কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে একত্ৰিশ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সঞ্চালনায় ছিলেন প্রভাষক রাজ- নারায়ণ রায়।এসময় উপস্থিত ছিলেন সৈয়দ পুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ অহিদুজ্জামান অহিদ, ও সাবেক ইউপি সদস্য কানাই লাল সহ আরো অনেকে।
পরিশেষে উক্ত সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সকলের সুস্বাস্থ্যের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।
মন্তব্য করুন