শ্রমজীবী মানুষ ও শ্রমিক সংগঠন এক হয়ে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করতে হবে ১৩৭ তম আন্তর্জাতিক মে দিবসেঃ প্রতিমন্ত্রী
মনিরামপুর, যশোর প্রতিনিধিঃ জিএম টিপু সুলতান
আজ রোজ সোমবার পহেলা মে মনিরামপুর ১৩৭ তম আন্তর্জাতিক মে দিবস ২০২৩ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাবু চিন্ময় মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন ভট্টাচার্য এমপি মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়াদ। উপস্থিত ছিলেন জাবেদ আলি ভারপ্রাপ্ত সভাপতি যশোর জেলা জাতীয় শ্রমিক লীগ। প্রধান বক্তা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক জেলা জাতীয় শ্রমিক লীগ যশোর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু উত্তম চক্রবর্তী বাচ্চু আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান, তরুণ আওয়ামী লীগ নেতা বলিষ্ঠ কণ্ঠস্বর এডভোকেট বশির আহমেদ খান। উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ জাহাঙ্গীর হোসেন আহ্বায়ক উপজেলা জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা মনিরামপুর যশোর। এ সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন