কেশবপুরে যুব মহিলা লীগের বর্ধিত সভা
কেশবপুর প্রতিনিধিঃমোঃ জাকির
কেশবপুরে যুব মহিলা লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪মে বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রানী হালদারের সভাপতিত্বে ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মুঞ্জুন্নাহার নাজনীন সোনালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, সাবেক জেলা যুব লীগের নেতা ওয়াহিদুজ্জামান বাবলু ও মণিরামপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসনিম সুলতানা শোভা। আরও বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের নেত্রী মনিরা খানম, শাপলা খাতুন, ফাতেমা খাতুন, খাদিজা খাতুন, নাদিরা খাতুন , ইউপি সদস্য সালমা বেগম শিখা চৌধরী প্রমুখ।
মন্তব্য করুন