নকল করতে না দেয়ায় শিক্ষকের মাথা ফাটালো শিক্ষার্থীর ও বড়ভাই!!!
অনলাইন ডেস্ক নিউজ
পরীক্ষা কেন্দ্রে নকল করতে না দেয়া পরীক্ষা শেষে বের হওয়ার পথে গেটে ইট দিয়ে আঘাত করে মাথা ফাঁটিয়ে দিয়েছে পরীক্ষার্থীর তথাকথিত বড়ো ভাইয়েরা৷
আজ গণিত পরীক্ষায় এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যথাযথভাবে পরীক্ষার ডিউটি করছিলেন বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের (চান্দিনা, কুমিল্লা) সিনিয়র শিক্ষক
জনাব মো. আবু ছায়েদ৷
তিনি অত্যন্ত শান্ত, ভদ্র ও নরম মেজাজের মানুষ।
তার বাড়ি কিশোরগঞ্জ৷
বিগত প্রায় এক যুগ ধরে এই বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন৷
তিনি বরাবরই সৎ ও ন্যায়পরায়ণ মানুষ হিসাবে পরিচিত।
নৈতিকতায় অটল৷
পরীক্ষার হলে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।
পরীক্ষা শেষ হতে না হতেই কিছু পরীক্ষার্থী তাদের তথাকথিত বড় ভাইদের নিয়ে গেটে অপেক্ষায় ছিলেন৷
জনাব ছায়েদ সাহেব গেটে আসতে না আসতেই বড়ো ভাইদেরকে দেখিয়ে দেন এক পরীক্ষার্থী।
তাৎক্ষণিকভাবে পূর্বেই হাতে রাখে ইট দিয়ে জনাব মো: আবু ছায়েদ স্যারের মাথায় আঘাত করে এবং কিল ঘুসি মেরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
সহকর্মিরা জনাব মোঃ ছায়েদ স্যারকে রক্তাক্ত অবস্থায় চান্দিনা সরকারি হাসপাতালে ভর্তি করেছেন।তিনি এখন চিকিৎসাধীন৷
শিক্ষার্থীদের ধমকও দেয়া যাবে না,
শাসন করা তো দূরের কথা!
শিক্ষকদের কাছ থেকে শাসনের অধিকার কেঁড়ে নেওয়ায় শিক্ষার্থীদেরা এখন শিক্ষকের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে৷
এই ঘৃণ্য ও মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
সেই সাথে
অনতিবিলম্বে শিক্ষক সুরক্ষা আইন প্রনয়ণ করার জোর দাবী জানাচ্ছি।
মন্তব্য করুন