যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
যশোর জেলা প্রতিনিধিঃ লেনিন জাফর।
যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে ১০ মে ( বুধবার) সকালে সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, অধ্যক্ষ সাদিয়া শারমিন খান ও ইঞ্জিনিয়ার সাহেব আলী। অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন